নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ২৬,জানুয়ারি :: এসআইআর এর নামে আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে নেতাজি মূর্রতি পাদদেশে পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তরের সামনে অনশন অবস্থানে বসল রবিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখা।
এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। দলীয় সূত্রে জানা গেছে, এসআইআরের নামে আদিবাসী সমাজকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে।
ভোটার তালিকায় তথ্যে গরমিলের অভিযোগ তুলে বিপুল সংখ্যক আদিবাসী মানুষকে শুনানির জন্য ডাকা হয়েছে। এরই প্রতিবাদে এই অনশন কর্মসূচির সূচনা।
অনশন অবস্থানে উপস্থিত আদিবাসী নেতা তথা পূর্ব বর্ধমানের প্রাক্তন জেলা সভাধিপতি দেবু টুডু কর্মসূচি প্রসঙ্গে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “এসআইআর চলছে—সেই এসআইআরের নামে পূর্ব বর্ধমান জেলায় প্রায় ১০ হাজার আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষকে শুনানিতে ডাকা হয়েছে।
বলা হচ্ছে, আমাদের নাকি তথ্যে গরমিল আছে। আবার নতুন করে প্রমাণ করতে হবে যে আমরা ভারতবাসী! আমরা কি ভুলে যাব যে আমরা ভারতের আদিম জাতি”?

