নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জগদ্দল :: সোমবার ১০,নভেম্বর :: এসআইআরের প্রতিবাদে শ্যামনগর বাসুদেবপুর মোড় থেকে স্থানীয় জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের নেতৃত্বে মিছিল করল তৃণমূল কংগ্রেস। মিছিল গিয়ে শেষ হয় শ্যামনগর স্টেশন সংলগ্ন চৌরঙ্গী মোড়ের কাছে।
এস আই আর আতঙ্কে আত্মঘাতী আগরপাড়ার প্রদীপ কর সহ রাজ্য জুড়ে এখনও পর্যন্ত যে ১৭ জনের মৃত্যু হয়েছে তারও প্রতিবাদ জানানো হয় মিছিল থেকে। সোমনাথ শ্যাম বলেন, বিজেপির সরকার এসআইআর লাগু করে যেভাবে বৈধ ভোটারদের নাম কাটার চেষ্টা করছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল।
আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন একটা ভোটারের নাম বাদ গেলে আমরা রাস্তায় নামবো। কোন বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেজন্য আমাদের আজকের এই প্রতিবাদ।
সোমনাথ শ্যামের অভিযোগ, এসআইআরের ফর্ম দেওয়ার নাম করে যে কারচুপি করার চেষ্টা হচ্ছে সেটা আমরা করতে দেব না। তার আরো অভিযোগ লিংকের নামে নথিপত্র যাচাই করার অজুহাত দিয়ে অনেকের নাম বাদ দেওয়া হতে পারে।

