এসআইআর অবহে ‘উন্নয়নের সংলাপ’ যাত্রায় তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ০৩,জানুয়ারি :: এসআইআর অবহে ‘উন্নয়নের সংলাপ’ যাত্রায় তৃণমূল। এসআইআর শুনানি নিয়ে সাধারণ ভোটারদের হয়রানি ও অনিশ্চয়তার অভিযোগ তুলে মানুষের পাশে দাঁড়াতে ‘উন্নয়নের সংলাপ’ কর্মসূচি শুরু করল তৃণমূল কংগ্রেস।

দুর্গাপুরের ভিড়িঙ্গি সহ ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ ও সচেতনতা চালানো হয়। কর্মসূচিতে ভোটারদের সমস্যা শোনা, এসআইআর সংক্রান্ত ভোগান্তি লিপিবদ্ধ করা এবং পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক ও জনমুখী প্রকল্প তুলে ধরা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলার রাখি তিওয়ারি সহ তৃণমূলের একাধিক নেতা-কর্মী।

ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, ভোটারদের অধিকার রক্ষায় তৃণমূল আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে এবং কোনও ষড়যন্ত্রে যাতে ভোটার তালিকা থেকে নাম না বাদ যায়, সে লড়াই চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =