নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যারাকপুর :: রবিবার ৯,নভেম্বর :: এসআইআর আতঙ্কে রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়েকজনের মৃত্যু হয়েছে এমন অভিযোগে তুলেছে তৃণমূল। এর জন্য দায়ী কেন্দ্রের শাসকদল বিজেপি।
প্রসঙ্গত বেশ কয়েকদিন আগে ব্যারাকপুর নিবাসী কাকলি সরকারের মৃত্যু হয়েছে এই এসআইআর আতঙ্কেই এমনটাই অভিযোগ করেছিল ব্যারাকপুরের তৃণমূল নেতৃত্ব ।
এবার বারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কে জি স্কুল রোডে এসআইআর আতঙ্কে মৃত কাকলি সরকারের বাড়িতে এলেন নারী ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা।
সাথে ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী সাংসদ পার্থ ভৌমিক, বারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস। পরিবারের লোকজনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মন্ত্রী শশী পাঁজা। তৃণমূলের প্রতিনিধি দল ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
দেখা যায় ২০১৮ সালে ভোটের নাম তোলবার জন্য সমস্ত পরিবার দরখাস্ত করেছিল। তাতে এবারে এসআইআর ফর্মে নাম আসে মৃত কাকলি সরকারের। এস আইআর আতঙ্কে এই মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন রাজ্যের মন্ত্রী।

