নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: বৃহস্পতিবার ০১,জানুয়ারি :: গোটা রাজ্যজুড়ে এস আই আর শুনানির মধ্যে এবার চাঞ্চল্যকর ঘটনা। অসংখ্য আধার কার্ড পোস্ট অফিসের নথিপত্র এবং বিভিন্ন ব্যাংকের নথিপত্র পুড়িয়ে ফেলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হল নদিয়ার শান্তিপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে।
স্থানীয়দের অভিযোগ, বুধবার সকালে এলাকারই এক ব্যক্তি একটি পরিত্যক্ত জায়গায় অসংখ্য আপডেট আধার কার্ড সহ বিভিন্ন নথিপত্র পুড়িয়ে ফেলার চেষ্টা করে। স্থানীয়রা প্রশ্ন করতেই উত্তর দিতে পারেনি ওই ব্যক্তি, আর সেখানেই তৈরি হয় সন্দেহ।
খবর দেওয়া হয় শান্তিপুর থানায়, ঘটনাস্থলে আসে পুলিশ, এরপর অভিযুক্ত ব্যক্তিকে করে জিজ্ঞাসাবাদ। স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তির পুত্র অতীতে শান্তিপুর পোস্ট অফিসে কর্মরত ছিলেন, বর্তমানে স্থানান্তরিত রয়েছে অন্য জায়গায়,
কিন্তু অবৈধভাবে কিভাবে এই আধার কার্ড এবং ব্যাংকের নথি ও পোস্ট অফিসের গুরুত্বপূর্ণ কাগজ পুড়িয়ে ফেলতে পারে, পুলিশ সঠিক তদন্ত করলে উদ্ঘাটন হবে সত্যি ঘটনা।
এ বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখছেন, গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ, পুলিশ প্রশাসনের উপর আস্থা রয়েছে তার।
স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয় চাঞ্চল্য। প্রশ্নের মুখে অভিযুক্তের পরিবার। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

