নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মঙ্গলকোট :: সোমবার ১৯,জানুয়ারি :: এসআইআর ইস্যুতে উত্তাল হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বটতলা এলাকা। অভিযোগ, একটি নির্দিষ্ট শ্রেণীকে টার্গেট করে নোটিশ পাঠানো হচ্ছে। সামান্য ভুলের কারণ দেখিয়েও নোটিশ ধরানো হচ্ছে বলে দাবি বিক্ষোভকারীদের।
পাশাপাশি সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলিতে তুলনামূলকভাবে বেশি সংখ্যায় নোটিশ পাঠানো হচ্ছে—এই অভিযোগে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এই দাবিগুলিকে সামনে রেখে মঙ্গলকোটের বড়তলা এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়।
বিক্ষোভকারীরা বাদশাহী রাস্তা অবরোধ করলে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। এর জেরে বর্ধমান–কাটোয়া রাস্তায় নিগন ও বাদশাহী সড়ক সংযোগস্থল, মঙ্গলকোট বটতলা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তরফে পদক্ষেপ নেওয়া হয়।

