নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: মঙ্গলবার ২৭,জানুয়ারি :: এসআইআর (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন) সংক্রান্ত নোটিশ ঘিরে আতঙ্কে আবারও মৃত্যুর অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। মগরাহাটের কামদেবপুর এলাকায় এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলে অভিযোগ।
মৃত ব্যক্তির নাম পিয়ার আলী খান। পরিবারের দাবি, এসআইআর-এর হেয়ারিং নোটিশ পাওয়ার পর থেকেই চরম মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিয়ার আলী খানের বাড়িতে সম্প্রতি এসআইআর-এর হেয়ারিং সংক্রান্ত নোটিশ আসে। নোটিশে আগামী ২৯ জানুয়ারি শুনানির তারিখ উল্লেখ ছিল।
ওই নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েন পিয়ার আলী খান। পরিবারের সদস্যদের দাবি, নিজের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে—এই আশঙ্কায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
পরিবারের অভিযোগ, নোটিশ পাওয়ার পর থেকেই প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছিলেন পিয়ার আলী খান।
আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সংক্রান্ত নথি সহ একাধিক কাগজ জোগাড় করতে গিয়ে শারীরিক পরিশ্রমের পাশাপাশি চরম মানসিক চাপে পড়েন তিনি। দীর্ঘ সময় ধরে দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যেই দিন কাটছিল তার।
হঠাৎই বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন পিয়ার আলী খান। বুকে তীব্র যন্ত্রণা শুরু হলে দ্রুত তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয় বলে পরিবারের দাবি

