এসআইআর এর নামে ভোটার হয়রানির প্রতিবাদে মহেশতলায়,সিপিএম এর বাইক মিছিল

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মহেশতলা :: রবিবার ২৫,জানুয়ারি :: এসআইআর-এর নামে ভোটার হয়রানির অভিযোগ তুলে পথে নামল বাম শিবির। আজ মহেশতলায় অনুষ্ঠিত হল প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ বাইক মিছিল। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী), দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির ডাকে,

এই বাইক মিছিলটি শুরু হয় মহেশতলার শম্পা মির্জা নগর আবাসন এলাকা থেকে এবং বজ বজ ট্রাঙ্ক রোড ধরে মোল্লার গেট , বাটা মোড় , নুঙ্গি মোড় , শ্যামপুর হয়ে , শেষ হয় বজবজে। মিছিল জুড়ে লাল পতাকা হাতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

সিপিএম এর দাবি এসআইআর-এর নামে বৈধ ভোটারদের হয়রানি বন্ধ করতে হবে, ভুয়ো ও মৃত ভোটারদের নাম বাদ দিতে হবে,দুর্নীতি চাপা দিতে তৃণমূল–বিজেপির সেটিং-এর বিরুদ্ধে কড়া আন্দোলন গড়ে তুলতে হবে। এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম নেতা সমীক লাহিড়ী।

তিনি বলেন,“এসআইআর-এর নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। ভোটাধিকার কেড়ে নেওয়ার এই চক্রান্ত বামপন্থীরা কখনও মেনে নেবে না।

মানুষের স্বার্থে এই লড়াই আরও তীব্র হবে।” সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আগামী দিনেও এই আন্দোলন চলবে। পুরো বাইক মিছিল চলাকালীন এলাকায় ছিল পুলিশি নজরদারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − eight =