নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ৪,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) সংক্রান্ত কাজের অগ্রগতি খতিয়ে দেখতে জেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে পরিদর্শনে আসেন বুধবার সন্ধ্যায় বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। একই সঙ্গে তিনি প্রশাসনিক ও সর্বদলীয় বৈঠকও করেন।
সারপ্রাইজ ভিজিট হিসেবে বিকেলে শহর বর্ধমানের উল্লাস এলাকায় একাধিক বাড়িতে ঢুকে সরাসরি ভোটার তালিকার তথ্য যাচাই করেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ডাটা এন্ট্রির কাজ ঠিকভাবে হয়েছে কিনা, তা খতিয়ে দেখেন বিশেষ পর্যবেক্ষক।
পরিদর্শনের শেষে সুব্রত গুপ্ত জানান, “ডাটা এন্ট্রির কাজ সঠিকভাবে হয়েছে কি না, তা আমরা ভেরিফাই করছি। মিস্টার চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছি”।
যার বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়া হয়, সেই অশোক ভট্টাচার্য জানান, তাঁর নিজের নাম ভোটার তালিকায় থাকলেও স্ত্রীর নাম না ওঠায় তিনি সমস্যার কথা জানিয়েছেন। বিষয়টি শুনে বিশেষ পর্যবেক্ষক দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।

