নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ০৩,জানুয়ারি :: এসআইআর নোটিশ পাওয়ার পর ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক মহিলার। মৃতদেহ রাস্তায় ফেলে বিক্ষোভ এলাকাবাসীদের।
মৃতের বাড়িতে পৌঁছালেন মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্ব বর্ধমানের রায়নগরের ঘটনা। এই মৃত্যুর ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর।
ফের এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত নোটিশ ঘিরে আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলায়। ঘটনাটি ঘটেছে বৈকুন্ঠপুর ২ নম্বর পঞ্চায়েতের রায়নগর এলাকায়। মৃতার নাম ফুলমালা পাল (৫৭)। এদিন মৃতার বাড়িতে পৌঁছালেন মন্ত্রী স্বপন দেবনাথ।
তিনি এই ঘটনায় কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে দায়ী করেছেন। এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এদিন এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পারেন। মৃতদেহ রাস্তায় ফেলে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এসআইআর তালিকায় ফুলমালা পালের স্বামী ও ছেলের নাম থাকলেও তাঁর নিজের নাম অন্তর্ভুক্ত ছিল না। ২০০২ সালের এসআইআর তালিকাতেও তাঁর নাম ছিল না বলে জানা যায়।
সেই কারণে তাঁকে ‘আনম্যাপিং’ সংক্রান্ত শুনানির জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়। অভিযোগ, নোটিশ পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ফুলমালা দেবী। পরিবারের সদস্যদের কাছে নিজের আতঙ্কের কথা বারবার জানিয়েছিলেন তিনি।

