নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৪,জানুয়ারি :: রাজ্য জুড়ে যখন এসআইআর নিয়ে চর্চা ও বিতর্ক চলছে, ঠিক সেই সময় সমাজের বর্তমান বাস্তবতাকে ভিন্ন মাত্রায় তুলে ধরল পূর্ব বর্ধমান জেলার,নীচু চাপাহাটি কে.পি.সি স্কুল সংলগ্ন জনপ্রিয় সংঘ। এ বছরের সরস্বতী পুজোয় তাদের ভাবনার নাম— “মায়ের আধার কার্ড”।
আধার কার্ডের আদলে তৈরি মণ্ডপ ও প্রতিমার মাধ্যমে দেবী সরস্বতীকে উপস্থাপন করা হয়েছে এক সাধারণ নাগরিকের পরিচয়ে। আয়োজকদের বক্তব্য, জ্ঞান, শিক্ষা ও সংস্কৃতির দেবীর কোনও আলাদা পরিচয়পত্রের প্রয়োজন নেই—তিনি সকলের, সব মানুষের।
বর্তমান সময়ে যখন পরিচয়, নথি ও নাগরিক অধিকার নিয়ে প্রশ্ন উঠছে, তখন এই ভাবনার মধ্য দিয়েই একটি সামাজিক বার্তা তুলে ধরা হয়েছে। এসআইআর-এর নামে নাম যাচাই, তালিকা সংশোধন ও সাধারণ মানুষের উদ্বেগ—
এই সমস্ত বিষয়কে সরাসরি না বলেও শিল্পের ভাষায় তুলে ধরা হয়েছে এই পুজোয়। বার্তাটা স্পষ্ট— পরিচয় কোনও কাগজে সীমাবদ্ধ নয়, জ্ঞান ও মানবিকতাই আসল পরিচয়।
মণ্ডপসজ্জা থেকে প্রতিমার উপস্থাপনায় আধুনিক সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠেছে নিখুঁত শিল্পনৈপুণ্যে। ব্যতিক্রমী ভাবনা ও সময়োপযোগী বার্তার কারণে জনপ্রিয় সংঘের এই সরস্বতী পুজো ইতিমধ্যেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
সব মিলিয়ে, এসআইআর বিতর্কের আবহে নীচু চাপাহাটির জনপ্রিয় সংঘের “মায়ের আধার কার্ড” ভাবনা এ বছরের সরস্বতী পুজোয় এক অনন্য সামাজিক বার্তা বহন করছে।

