নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ১৭,জানুয়ারি :: এসআইআরের শুনানিতে ৭ নম্বর ফর্ম জমা নেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনার শনিবার সৃষ্টি হলো পূর্ব বর্ধমানের জেলাশাসক কার্যালয় চত্বরে সামনে এস আই আর শুনানী কেন্দ্রে।
তৃণমূল কংগ্রেস ও বিজেপির পাল্টাপাল্টি স্লোগানে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী।
কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। ঘটনায় পুলিশ চারজন বিজেপি কর্মীকে আটক করেছে।
বিজেপির অভিযোগ, বর্ধমান উত্তর মহকুমাশাসক রাজর্ষি নাথ ৭ নম্বর ফর্ম জমা নিচ্ছেন না। এর প্রতিবাদেই তারা অবস্থান ও বিক্ষোভে সামিল হন।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, শুনানি চলাকালীন বিজেপি কর্মীরা ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টির চেষ্টা করে এবং তৃণমূল কর্মীরা সেই অরাজকতা প্রতিহত করেছে।
পুলিশ প্রথমে দুই পক্ষকেই বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও বিজেপির একাংশ উত্তেজিত হয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে। কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি ও হাতাহাতির জেরেই কয়েকজনকে আটক করা হয়।
পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় দুই পক্ষকেই জেলাশাসক কার্যালয় চত্বর থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল র্যাফ বাহিনী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে জেলাশাসক চত্বরে এখনও কড়া পুলিশি নজরদারি বজায় রাখা হয়েছে।

