নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার,০৭ জানুয়ারি :: এসআইআর শুনানির দায়িত্ব পালন করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন এইআরও তথা পাণ্ডবেশ্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা স্নিগ্ধা চট্টোপাধ্যায়। ব্লক অফিসে টানা কাজের মাঝেই তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
খবর পেয়ে বিডিও বৃষ্টি হাজরা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাঁকে দুর্গাপুরের গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে তাঁর রক্তচাপ বেড়ে গিয়েছিল। ছোট শিশু থাকার কারণে সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে যান।
এ ঘটনায় নির্বাচন কমিশনকে দায়ী করে জেলা তৃণমূল মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় কটাক্ষ করেন। পাল্টা বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল দাবি করেন, এসআইআর প্রক্রিয়া অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্যই চলছে।

