নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৩০,ডিসেম্বর :: চলছে এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন)–এর শুনানি পর্ব। এই আবহেই পূর্ব বর্ধমানে তৈরি হল উত্তেজনা । ৮২ বছর বয়সী বৃদ্ধা সন্ধ্যারাণী দাসকে শারীরিকভাবে শুনানি কেন্দ্রে হাজির থাকতে বলা নিয়েই বিতর্কের সূচনা।
অভিযোগ, বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতা এবং গুরুতর ক্যান্সার রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও তাঁকে সরাসরি শুনানি কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকরা। শুনানি কেন্দ্র ঘেরাও করে বাকবিতণ্ডা শুরু হয়, ফলে কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সন্ধ্যারাণী দাসের পুত্র জানান, তাঁদের বাড়ি বর্ধমান শহরেই। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় তাঁর মাকে এসআইআর শুনানির জন্য ডাকা হয়।
আগেই নির্বাচন কমিশনের প্রতিনিধিদের কাছে তিনি আবেদন করেছিলেন, বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বাড়িতে গিয়ে প্রয়োজনীয় যাচাই–বাছাই করার জন্য। কিন্তু সেই আবেদনে কোনও সাড়া মেলেনি বলেই অভিযোগ।

