নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ২০,জানুয়ারি :: এসআইআর হিয়ারিং-এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে সোমবার কোচবিহার জেলাশাসক দপ্তরে ডেপুটেশন দিল নস্যশেখ উন্নয়ন পরিষদ।
এই কর্মসূচির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরা হয় এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানানো হয়।
ডেপুটেশনে উপস্থিত ছিলেন নস্যশেখ উন্নয়ন পরিষদের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি আমিনাল হক, কোচবিহার জেলা সভাপতি সাজ্জাদ হোসেন আহমেদ, জেলা সহ-সভাপতি হানিফ আলী সহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ডেপুটেশন শেষে আমিনাল হক জানান, এসআইআর হেয়ারিং-এর প্রক্রিয়ায় যেন সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার না হতে হয়, সেই বিষয়ে প্রশাসনের কাছে স্পষ্ট দাবি জানানো হয়েছে। পাশাপাশি পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ, মানবিক ও হয়রানি মুক্ত ভাবে পরিচালনার আহ্বান জানিয়েছে নস্যশেখ উন্নয়ন পরিষদ।

