সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: সোমবার ১৯,জানুয়ারি :: জয়নগর থানার অন্তর্গত পদ্মেরহাট কুলপি রোডের ওপর টায়ার জ্বালিয়ে এবং রাস্তায় গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। এই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল।
এ বিষয়ে এক বিক্ষোভকারী জানান, এস আই আর এর প্রকৃত কারণ মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়া। কিন্তু এস আই আর এ শুনানির নাম করে সাধারণ মানুষদের হয়রানির শিকার হতে হচ্ছে। বৃদ্ধ মানুষদের ডাকা হচ্ছে এর ফলে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ ভোটাররা।
আমরা চাই সুষ্ঠুভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হোক। যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশনের কোন আধিকারিক আমাদের এই সমস্যার সুরাহা করে দেবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান ও অবরোধ চলবে।
আব্দুল হাকিম শেখ নামে এক ব্যক্তি বলেন, ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদেরও নোটিস পাঠিয়ে হয়রান করা হচ্ছে।
প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। BDO, SDO-কে বললে তাঁরা কমিশনের কথা বলছেন। নির্বাচন কমিশনের ভূমিকা এখন প্রশ্নের মুখে। বাংলাদেশি খুঁজতে নেমে এখানকার ৫০-৬০ বছরের বাসিন্দাদের হেনস্থা করছে। কোনও রাজনৈতিক দল নয়, এলাকার সাধারণ বাসিন্দারা তাই পথে নেমেছেন।
অন্যদিকে এস আই আর এর হয়রানি এবং ভোগান্তির অভিযোগে মগরাহাট এক নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মগরাহাট এক নম্বর ব্লকের বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী সমর্থকেরা।
এ বিষয় মগরাহাট ১ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমরান হোসেন মোল্লা জানান,দেশের নির্বাচন কমিশন যেভাবে বিজেপির দালালগিরি করছে, বর্তমানে নির্যাতন কমিশনে পরিণত হয়েছে।
বৈধ কাগজপত্র জমা দেওয়ার পরেও যেভাবে সাধারণ ভোটারদের হিয়ারিং এর নাম করে চিঠি ধরাচ্ছে সেটি মেনে নেয়া যায় না।
একই পরিবারে ছয় জন সাত জন সদস্য হলে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদেরকে। নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে না বৈধ কাগজপত্র দেওয়ার পরেও সাধারণ মানুষদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
আমরা এর তীব্র বিরোধিতা জানাই এবং নির্বাচন কমিশন যাতে সুষ্ঠুভাবে কাজ করে এবং একটিও বৈধ ভোটারের নাম যাতে না বাদ না যায় সেদিকেই নজর দিক।
উল্লেখিত গতকাল,এই অভিযোগে বিক্ষোভ চলছে বাদুড়িয়া, মগরাহাট, মঙ্গলকোটেও। এস আই আর নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল এলাকাবাসীরা।
আজও শুরু হয়েছে এস আই আর সংক্রান্ত বিষয় নিয়ে সাধারণ মানুষদের ভোগান্তির অভিযোগ তুলে বিক্ষোভ। এস আই আর ইসুতে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক আবহাওয়া।

