নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: অশোকনগর :: শুক্রবার ১৬,জানুয়ারি :: ঘটনায় চাঞ্চল্য ছড়ালো অশোকনগরের গুমা শান্তিনগর এলাকায়। মৃতের নাম নিখিল দাস, বয়স ৭০ তার হেয়ারিং-এর জন্য ডাক এসেছিল ।
যদিও হেয়ারিংয়ে ডাক আশা নিয়েই তিনি যথেষ্ট আতঙ্কে ছিলেন, আবার না বাংলাদেশ ফিরে যেতে হয় এই আতঙ্ক তাকে তাড়া করছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। রাতে বনগাঁ শিয়ালদহ শাখার গুমা স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। খবর পেয়ে বনগাঁ জিআরপি দেহ উদ্ধার করে।

