আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শিক্ষক নিয়োগ নিয়ে অনৈতিক ভাবে টাকা সংগ্রহের অভিযোগে এবং সেই টাকা গচ্ছিত রাখার অভিযোগে বান্ধবীর বাসা থেকে নগদ ২১ কোটি ২০ লক্ষ টাকা ও ৭৯ লাখ টাকার স্বর্ণ উদ্ধারের সঙ্গে সঙ্গে প্রায় ৪৯ লাখটাকার বৈদেশিক মুদ্রা বাজেয়াপ্ত করার পর আটটি বেনামী ফ্ল্যাটের হদিস পায় ইডি এর পরই পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে রাত ১.৫৫ মিনিটে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
আজ পার্থ বাবুকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে মাননীয় বিচারক তাঁকে দুদিনের ইডি হেপাজত দেন | পার্থ বাবুকে আবার আগামী সোমবার ইডির বিশেষ আদালতে তোলা হবে বলে জানিয়েছে ইডির সূত্র |
শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে পার্থের নাকতলার বাড়িতে টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে তাকে গ্রেফতার করে ইডির একটি দল। শুক্রবার সাতসকালে নাকতলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী (বর্তমানে শিল্পমন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়ের দরজায় হাজির হয় ইডির কর্মকর্তারা।
সকালে ঘুম থেকে তুলে দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। সারা রাত ইডির কর্মকর্তারা মন্ত্রীর বাড়িতে ছিলেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় মন্ত্রীর বাড়ি। টানা জিজ্ঞাসাবাদের মাঝে অসুস্থ হয়ে পড়েন পার্থ। দু’বার তার বাড়িতে আসেন চিকিৎসকেরা। কিন্তু তাতেও প্রশ্ন-পর্ব থামেনি। একই সঙ্গে ইডির দাবি, দক্ষিণ কলকাতায় পার্থের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ২১ কোটির ও বেশি নগদ টাকা পাওয়া গেছে।
দুবস্তায় ভরা ছিল ২০০০ এবং ৫০০ টাকার নোটের বান্ডিল। ওই বাড়ি থেকে ২০টি মোবাইল ফোনও পাওয়া গিয়েছে বলে ইডির দাবি। উদ্ধার করা অর্থ যন্ত্রের সাহায্যে শনিবার সকাল পর্যন্ত গোনার কাজ চলেছে। ইডি জানায়, ওই টাকা স্কুলে বেআইনি ভাবে নিয়োগে নেওয়া ঘুষের অংশ বলেই প্রাথমিক ভাবে মনে করছে তারা।
তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষামন্ত্রী থাকার সময় তিনি ও তাঁর সহযোগীরা ঘুষ নিয়ে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের সঙ্গে জড়িত ছিলেন। পার্থ চট্টোপাধ্যায় এর আগে শিক্ষামন্ত্রী ছিলেন।
স্থানীয় সময় গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যায় ইডির একটি দল। সারা দিন তো বটেই, রাতভর পার্থকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্তারা।
পার্থ চট্টোপাধ্যায় ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের মহাসচিব। তাঁকে গ্রেপ্তার করার আগে অর্পিতা মুখোপাধ্যায় নামে এক নারীকে আটক করে ইডি। অর্পিতা পার্থর সহকারী বলে জানিয়েছে ইডি। গতকাল অর্পিতার বাড়িতে অভিযান চালিয়ে ২০ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করেন ইডি কর্মকর্তারা।
ইডির তদন্ত কর্তারা গতকাল রাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই ছিলেন। কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের নিয়ে পার্থর দক্ষিণ কলকাতার বাড়িটি ঘিরে ফেলা হয়। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন পার্থ। এ জন্য অন্তত দুবার তাঁর বাড়িতে চিকিৎসকদের নিয়ে যাওয়া হয়েছিল।
ইতিমধ্যে সর্বশেষ যে সংবাদ পাওয়া গেছে তাতে সূত্রের খবর ১৯১৫/১৬ সালে পার্থ বাবু শান্তিনিকেতনের ফুলবাড়ি অঞ্চলে সাতটি বাড়ি কেনেন এই অল্পসময়ের মধ্যেই | সূত্রটি আরও জানাচ্ছে যে সেখানে এই সম্পত্তির দেখাশোনা করেন পার্থবাবুর বান্ধবী মোনালিসা দাস নামে এক মহিলা |
শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কোচবিহার জেলার বাড়ি, প্রাথমিক শিক্ষা পরিষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, স্কুল শিক্ষা পরিষদের প্রাক্তন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিংহ এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও একই দিনে একই সময়ে তল্লাশি চলায় ইডি ।