এসটিএফ এর হাতে গ্রেপ্তার নদিয়ার যুবক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: সোমবার ১৭,ফেব্রুয়ারি :: এবারে,উঠে এলো আরো এক চাঞ্চল্যকর তথ্য, যেখানে কলকাতার বুকে অস্ত্র বিপণন দোকানের এক কর্মচারী কে গ্রেফতার করলো বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।জানা গেছে,ধৃত জয়ন্ত দত্ত নদিয়ার শান্তিপুর পৌরসভার ২১ নাম্বার ওয়ার্ডের বেচুমিয়া এলাকার বাসিন্দা।।

সূত্রের খবর কলকাতা বিবাদীবাগে অবস্থিত নার্সিং চন্দর দাও অ্যান্ড কো অস্ত্র কার্তুজ বিপণন দোকানের কর্মচারী জয়ন্ত দত্ত। আর জয়ন্ত দত্তের বাড়ি শান্তিপুর পৌরসভার অন্তর্গত ২১ নাম্বার ওয়ার্ড এলাকায়।

তার বাড়িতে রয়েছে প্রথম পক্ষের স্ত্রী সোমা দত্ত,এছাড়াও বাড়িতে রয়েছে জয়ন্ত দত্তের বিধবা দিদি এবং তার একমাএ কন্যা সন্তান, জয়ন্ত দত্তের সঙ্গে কলকাতায় থাকে বলে জানা যায়।

জয়ন্ত দত্ত অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এরপর থেকে সে এখানে শান্তিপুরে আসে না,তবে সাতদিন আগেও ফোনে কথা হয়েছে বলে জানান স্ত্রী সোমা দত্ত।। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।।

স্ত্রী সোমা দত্ত জানান,ও একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, তারপর থেকেই ওই মেয়েকে বিয়ে করে তার সাথেই কলকাতাতেই বসবাস করেন।তবে স্থানীয় সূত্রে জানা যায়,আজ থেকে প্রায় বছর দেড়েক আগে বাড়িতে এসেছিলেন জয়ন্ত দত্ত তবে এই বাড়ীর সাথে তার কোনো রকম যোগাযোগ সূএ নেই।

তবে হঠাৎই গ্রেফতারের খবর পাওয়ার পর থেকেই তারা বিশ্বাসই করতে পারছেন না। বাড়ির পরিবার জানতেন, জয়ন্ত দত্ত একটি রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করতেন, তবে বর্তমানে কি কাজ করেন তা জানা নেই কারোরই,

তবে এস.টি.এফ এর হাতে গ্রেপ্তার হয় জয়ন্ত দত্ত। এরপর থেকেই খবর শুনেই চমকে উঠেছেন তার স্ত্রী থেকে শুরু করে প্রতিবেশীরা। তবে পরিবারের সাথে সে রকম কোনো রকম সম্পর্ক নেই জয়ন্ত দত্তের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =