নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: নামখানা :: রবিবার ১৮,জানুয়ারি :: এস আই আরের আতঙ্কে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের বালিয়াড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম সেক আব্দুল আজিজ (৬২)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আব্দুল বাবুর ৬ ছেলে ও তিনজন মেয়ে রয়েছে। তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বর্তমান ৬ ছেলে ও বৌমাদের নিয়ে তাঁর সংসার। সবারই ভোটার কার্ড রয়েছে। এছাড়াও ২০০২ সালের ভোটার তালিকায় আব্দুল বাবুর, তাঁর স্ত্রীর, বড় ছেলে ও বড় বৌমার নাম রয়েছে।
তা সত্ত্বেও এস আই আরে এই পরিবারের বাকি ছেলে, তিন বৌমা ও তিন নাতি নাতিনি মিলিয়ে মোট ১১ জনকে হিয়ারিংয়ে ডেকে পাঠানো হয়েছে। এই ঘটনার পরই তিনি চিন্তিত হয়ে পড়েন। এই কয়েকদিন ধরে তিনি বিভিন্ন কাগজপত্র খোঁজাখুঁজি করছিলেন। গ্রামের বাজারে গিয়েও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এমনকি কান্নাকাটিও করেছেন।
এরপরই বাড়িতে এসে হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। শেখ পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা এই এলাকায় বসবাস করছেন। তা সত্ত্বেও হিয়ারিংয়ে তাঁদের ডাক এসেছে। সেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

