এস আই আরের শুনানি থেকে ফেরার পথে মৃত্যু কৃষকের, আতঙ্ক-হয়রানির অভিযোগে উত্তেজনা তপনে

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট  :: বৃহস্পতিবার ১৫,জানুয়ারি ::   এস আই আরের আতঙ্ক! বিডিও অফিসের শুনানি থেকে ফেরার পথে পয়ষোট্টি উর্দ্ধ বৃদ্ধর রহস্যমৃত্যু। ঘটনাকে ঘিরে উত্তেজনা দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জামলাবাদ এলাকায়। এস আই আরের আতঙ্কের জেরেই মৃত্যু হয়েছে দাবি পরিবারের।
পুলিশ জানিয়েছে মৃত ওই বৃদ্ধর নাম ফয়েজুদ্দিন সরকার (৬৬)। পেশায় কৃষক ফয়েজুদ্দিনের বাড়ি জামলাবাদ এলাকাতেই। পরিবারের লোকেদের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় ফয়েজুদ্দিনের নাম না থাকায় এস আই আরের নোটিশ জারি করা হয়েছিল তার নামে। যা নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তায় ছিলেন তিনি।
প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ওইদিন সকাল থেকেই বিডিও অফিসে এস আই আরের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন ওই বৃদ্ধ। একদিকে তীব্র শীত, তার উপর শুনানির নামে দিনভর হয়রানি এবং আতঙ্ক কাজ করছিল ওই বৃদ্ধর মধ্যে।
সন্ধ্যেয় বিডিও অফিস থেকে ফেরার সময় বাড়ি থেকে সামান্য দূরে আতঙ্ক ও শীতের কাঁপুনিতে পড়ে গিয়ে অসুস্থতা বোধ করে। পরিবারের লোকেরা তড়িঘড়ি প্রথমে তপন গ্রামীন হাসপাতাল
পরে সেখান থেকে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। এই খবরে রীতিমতো উত্তেজনা ছড়ায় তপনের জামলাবাদ গ্রামে। শোকের ছায়া নেমে এসেছে বৃদ্ধর পরিবারে।
যদিও মৃত ফয়েজুদ্দিনের পরিবার ও প্রতিবেশীদের দাবি, এস আই আরের আতঙ্ক নোটিশের জেরেই তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − twenty =