নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোয়ালপোখর :: শনিবার ২৭, ডিসেম্বর :: এস আই আর এর ভেরিফিকেশনের আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের চুরাকুট্টি এলাকায়।
আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে বিহারের কিষানগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুল মুত্তালিব নামের ওই ব্যক্তিকে দেখতে বিহারের কিষানগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী।
উল্লেখ্য ঘটনাটি ঘটেছে মন্ত্রী গোলাম রব্বানীর বিধানসভা কেন্দ্রেই। পরিবার সূত্রে জানা গেছে এস আই আর এর ভেরিফিকেশনের জন্য নাম আসে আব্দুল মুত্তালিবের। ভেরিফিকেশনের কাগজ আসার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন তিনি।
সব সময় পরিবারের লোকজনকে বলতেন তাকে নাকি বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। এই আতঙ্কে আব্দুল মুত্তালিব নামে ওই ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ পরিবারের। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় বিহারের কিষানগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। এই ঘটনার দায় নির্বাচন কমিশনের বলে অভিযোগ মন্ত্রীর।

