সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: বৃহস্পতিবার ৬,নভেম্বর :: এস আই আর আতঙ্কে এবার আত্মঘাতী হল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের জয়পুর এলাকার যুবক শফিকুল গাজী। শফিকুল এর পরিবারের দাবি,গত কয়েক দিন ধরে আতঙ্কে ছিলেন স্বামী। বার বার বলছিলেন তার কোনও পরিচয়পত্র নেই।
ভাই-বাপ কেউ নেই। কী হবে! স্ত্রী বার বার বোঝাতেন। কিন্তু এরই মধ্যে বুধবার এই ঘটনা ঘটান। স্থানীয় সূত্রে জানা যায়,ভাঙড়ের জয়পুরে সফিকুল গাজি(৩৫) নামে এক ব্যক্তি গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR ঘোষণার পর থেকেই আতঙ্কে ছিলেন।
এরই মধ্যে বুধবার এই ঘটনা। এই নিয়ে এস আই আর আতঙ্কে মোট ৯ জনের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাচ্ছে ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক তথা ভাঙড় বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক শওকত মোল্লা।
ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।প্রসঙ্গত, বিহারের পর বাংলাতেও চালু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া। আর তা নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন বহু সাধারণ মানুষ।
অনেকেই ইতিমধ্যে ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম খোঁজার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ নথির জোগাড় করছে সাধারণ মানুষ। শওকত মোল্লা নিজেই বললেন, আমি শুনেছি ওর বাবা-মায়ের বৈধ কাগজপত্র রয়েছে।
যেখানে বাড়ি, সেখানে কাগজ রয়েছে। কিন্তু ওর নিজের কোনও কাগজ নেই। জমি জায়গারও দলিল নেই। সেই হতাশা থেকেই এই ঘটনা ঘটিয়েছে। বিজেপিকে এর জবাব দিতে হবে। গতকাল পর্যন্ত সাত জন, আজ ৮! বিজেপিকে এই মৃত্যু মিছিলের দায় নিতে হবে

