নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১৭,জানুয়ারি :: এস আই আর আতঙ্কে রাজ্যে ফের মৃত্যু। এবারে বিষ খেয়ে আত্মহত্যা করল রাজবংশী সম্প্রদায়ের এক মহিলা। মালদহের পুরাতন মালদা থানার কামঞ্চ এলাকার ঘটনা। মৃত মহিলার নাম বানোতী রাজবংশী। বয়স ৩৬ বছর।
তার স্বামী সোমেজ রাজবংশী পেশাষ একজন চাষী। অভিযোগ, বানোতী রাজবংশী পেটে থাকা অবস্থায় দুর্ঘটনায় বাবা গোপাল রাজবংশী মারা যান। তিন বছরের মাথায় মায়েরও মৃত্যু হয়। দাদুর বাড়িতে মানুষ হয় বানোতী।
এদিকে বাবা-মা ছোটবেলায় মারা যাওয়ায় তাদের আধার কার্ড ভোটার কার্ড, বাবা মার জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট কিছুই ছিল না বানোতী রাজবংশীর কাছে। ছিলনা তার জন্ম সার্টিফিকেটও।
তাই SIR এর ফরম ফিলাপের ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় নথির দরকার ছিল তার মধ্যে অধিকাংশই জমা করতে পারেনি ওই মহিলা।
আর সেই আতঙ্কেই গত মঙ্গলবার বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা করে বানোতি রাজবংশী। পরিবারের সদস্যরা তাকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আজ সকালে তার মৃত্যু হয়।
তবে যদিও পরিবারের পক্ষ থেকে এস আই আর এর আতঙ্কে বিষ খেয়ে মৃত্যুর অভিযোগ করা হলেও এই মর্মে থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি।

