নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধনেখালি :: সোমবার ১০,নভেম্বর :: ধনেখালি থানার অন্তর্গত সোমসপুর-২ গ্রাম পঞ্চায়েতের কানানদী এলাকায় এস আই আর আতঙ্কে ৬ বছরের শিশুকে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর।
এস আই আর এর নথি না থাকায় আতঙ্কে ভুগছিলেন ২৭ বছরের আশা সোরেন। ধনেখালি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় এস এস কে এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাকে।
প্রায় আট বছর আগে হরিপালে বিয়ে হয় আশা-র। পারিবার বিবাদের জেরে গত ৫-৬ বছর বাপের বাড়িতে আশ্রয় নিয়েছিল সে। বাপের বাড়ির সকলকে এস আই আর ফরম দেওয়া হয়। ফর্ম পায়নি সে।
শ্বশুরবাড়িতে যোগাযোগ বিচ্ছিন্ন ,এস আই আর এর ফরম পাওয়ার বিষয়ে শ্বশুরবাড়ি থেকে কোনরকম সহযোগিতা পাওয়া যাবে না।
মানসিক অবসাদে ছয় বছরের শিশুকে নিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। খবর পেয়ে পরিবারের সাথে দেখা করতে ধনেখালির সোমসপুর এলাকায় বাড়ি যান ধনেখালির বিধায়ক অসীমা পাত্র।
আশংকা জনক অবস্থায় কলকাতার পিজি হাসপাতালে ভর্তি, মা আশা সোরেন ও মেয়ে মনিকা সোরেন।

