নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: চাকুলিয়া :: শুক্রবার ১৬,জানুয়ারি :: আই আর এর শুনানি নোটিশের বিরোধিতায় সরব হল সাধারণ ভোটারেরা। চাকুলিয়া ব্লকে আগুন, ভাংচুর হাঙ্গামার ঘটনায় বাধা দিতে গিয়ে আহত হল পুলিশ কর্মীরাও।
উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার কাহাটা এলাকায় এস আই আর এর প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসীরা।
প্রথম পর্বে শুনানির পর legal discrepancy র কারণে ফের বহু ভোটারের শুনানির নোটিশ জারী করেছে নির্বাচন কমিশন। এই শুনানিকে ঘিরে হয়রানির আশঙ্কা করছেন সাধারণ ভোটাররা। নির্বাচন কমিশনের এই নির্দেশিকার বিরোধিতা করেই এদিন বিক্ষোভে সামিল হয় তারা।
এই শুনানি নোটিশ প্রত্যাহারের দাবী জানিয়েছে তারা। এদিন কাহাটার পাশাপাশি বেহরিয়া, শিরসী ভুইধরেও বিক্ষোভে সামিল হয় এলাকাবাসীরা। বিক্ষোভের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল বলেছেন এটি নির্বাচন কমিশনের একটি চক্রান্ত। চক্রান্ত করে তারা প্রচুর সাধারণ ভোটারের নাম বাদ দিতে চায়। এতেই ক্ষুব্ধ সাধারণ মানুষ। ক্ষোভ থেকেই এই বিক্ষোভে সামিল হয়েছে সাধারণ ভোটাররা।

