নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: রবিবার ১৮,জানুয়ারি :: এস আই আর (SIR)-এর শুনানিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তর্গত দক্ষিণ ধামুয়া গ্রাম পঞ্চায়েতের শালিকা বাজার এলাকা।
শালিকা বাজার এলাকায় রবিবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন স্থানীয় বাসিন্দারা। এর জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়, চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, এস আই আরে বৈধ কাগজ দিয়েও শুনানির জন্য ডাক পেয়েছে বহু ভোটার।
এস আই আর সংক্রান্ত শুনানির নোটিস ঠিকমতো না দিয়েই তড়িঘড়ি প্রক্রিয়া শুরু করা হচ্ছে। অনেকের নাম তালিকায় ভুলভাবে উঠে এসেছে, আবার কারও নাম বাদ পড়েছে বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে শুনানির দিনক্ষণ ও পদ্ধতি নিয়ে স্পষ্টতা না থাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।
বিক্ষোভকারীরা শালিকা বাজারের মূল রাস্তায় বসে পড়ে স্লোগান দিতে থাকেন। তাঁদের দাবি, অবিলম্বে স্বচ্ছ ও সঠিকভাবে এস আই আর-এর শুনানি করতে হবে এবং সাধারণ মানুষকে হয়রানি করা চলবে না। দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

