নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৪,জানুয়ারি :: বর্ধমান স্টেশনে রেল অবরোধ। রেল অবরোধের শামিল জাতীয় পতাকা হাতে সাধারন মানুষ। এস আই আর এর নামে হয়রানির অভিযোগ তুলে অবরোধ। স্টেশনের বাইরে নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ।
এবার এস আই আর এর নামে হয়রানির অভিযোগ তুলে জাতীয় পতাকা হাতে বর্ধমান স্টেশনে রেল অবরোধের সামিল হল বেশ কিছু সাধারন মানুষজন শনিবার।
এদিন জাতীয় পতাকা হাতে তারা রেললাইনের ওপর শুয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের অভিযোগ এস আই আর নামে তাদের হয়রানি করা হচ্ছে।
বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও শুনানিতে ডাকা হচ্ছে বলে অভিযোগ। বিজেপি সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে তারা এই দিন আন্দোলন করে।
তারা দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এস আই আর হোক এবং যেভাবে হয়রানি শিকার হতে হচ্ছে তা বন্ধ করা হোক । অবিলম্বে তাদের দাবি না মানা হলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক করবেন বলে জানিয়েছেন তারা।

