এস আই আর প্রতিবাদ সভা থেকে তিন শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলে যোগদান করলেন

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ২৫,জানুয়ারি :: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হাড়োয়া এক নম্বর সাংগঠনিক ব্লকের অন্তর্গত হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের পেয়ারা গ্রামে অনুষ্ঠিত হয় তৃণমূলের এসআইআর বিরোধী প্রতিবাদ সভা ।

মূলত সেখানেই মিছিল করে আইএসএফ নেতা বাদশা গাজীর নেতৃত্বে প্রায় তিন শতাধিক কর্মী হাড়োয়া ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিক আহমেদএর হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূলে যোগদান করেন ।

তৃণমূলে যোগদান করার পর তিনি বলেন রাজ্য সরকারের উন্নয়নের সামিল হতেই তিনি এবং তার দলবল তৃণমূলে যোগদান করেছেন ।

এই প্রসঙ্গে হাড়োয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিক আহমেদ বলেন বিগত দিনে তারা ভুল বুঝে আইএসএফ করেছেন এখন তারা ভুল বুঝতে পেরে তৃণমূলে যোগদান করেছেন তাই আমি নিজের হাতে পতাকা তাদের হাতে তুলে দিয়ে তৃণমূলের স্বাগত জানালাম।

এস আই আর প্রতিবাদ সভায় মিছিলের মাধ্যমে তিন শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলে যোগদান করায় দল আরও শক্ত হবে এবং আগামী দিনে সংগঠনে আরো মজবুত হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =