নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যারাকপুর :: বৃহস্পতিবার ৮,জানুয়ারি :: রাজ্য জুড়ে চলছে বিজেপি পরিবর্তন সংকল্প সভা। এদিন ব্যারাকপুরে অনুষ্ঠিত হলো এই সভা। সেখানে বক্তব্য রাখতে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
এদিন দিলীপ ঘোষ এস আই আর নিয়ে তৃণমূলের বাধা দান প্রসঙ্গের সাথে মেসি কে এনে রাজ্যের মুখ পড়ানো কে জুড়ে তৃণমূলকে কটাক্ষ করে বলেন এস আই আর হয়েছে এবার তৃণমূলের ভোট কমবে কারণ প্রচুর ভুয়ো ভোটারে নাম বাদ গেছে আর তাই তৃণমূল এস আই আর হতে দিচ্ছিল না।
এস আই আর হলে তৃণমূল সরকার পড়ে যাবে এটা বুঝেই মরা কান্না জুড়েছিল পিসি ভাইপো। যতই চেষ্টা করুক ভুয়ো ভোটারদের বাঁচাতে পারবে না। বাংলাদেশের লোকের ওপর ভোটের সময় বেশি ভরসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার সেটা হচ্ছেনা ।
বাংলাদেশের থেকে লোক নিয়ে আসে তৃণমূল কিন্তু এবার আরো দূরে আর্জেন্টিনায় চলে গেছে। মেসিকে জয়েন করিয়ে নিতো তৃণমূল।মেসি খুব বেঁচে গেছেন ওনাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য ব্যবস্থা করেই ফেলেছিল।
মেসি খুব বাঁচা বেঁছে গেছেন গণ্ডগোল না হলে ওনাকে তৃণমূলের ঝান্ডা দিয়ে দিত। মুখ্যমন্ত্রী এগিয়ে বাংলা বলছেন কিন্তু খুন বেআইনি কাজ এগিয়ে গেছে আর কিছুতে এগায় নি।

