উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের নন্দীগ্রাম-মুলগ্ৰাম এস.কে.ইউ .এস. লিমিটেডের পক্ষ থেকে বুধবার সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করার ক্যাম্প অনুষ্ঠিত হলো নন্দীগ্রামে বুধবার। উদ্বোধন করলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত,সমিতির ম্যানেজার ইনচার্জ হরিচরন সামন্ত, সভাপতি মধুসূদন মন্ডল,সম্পাদক গৌতম কুমার রায়,গ্ৰাম কমিটির সভাপতি চিরঞ্জীব রায়,অপু রাইস মিলের ম্যানেজার সনাতন প্রধান সহ অন্যান্যরা। ধান কিনেছে খাজুটি অপু রাইস মিল।
সরকারী মূল্যে ধানের দাম ১৯৪০.০০ টাকা। এইদনি নন্দীগ্রামের ৬ জন চাষির কাছে ১০০ কুইন্টাল ধান কেনা হয়। চাষীদের ধান বিক্রির টাকা সরকারি ব্যাংকের একাউন্টে দেওয়া হবে। সরকারের এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার চাষীরা