এ বছরও শোভাযাত্রার মাধ্যমে দক্ষিণ বালুচর মহাবীর মন্দিরের হনুমান জয়ন্তী শুভ আরম্ভ বৃহস্পতিবার হয়ে গেল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১০,এপ্রিল :: প্রতি বছরের মত এ বছরও শোভাযাত্রার মাধ্যমে দক্ষিণ বালুচর মহাবীর মন্দিরের হনুমান জয়ন্তী শুভ আরম্ভ বৃহস্পতিবার হয়ে গেল। প্রায় ৩০০ থেকে ৪০০ জন মহিলারা মাথায় কলস নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

দক্ষিণ বালুচর মহাবীর মন্দির থেকে এই কলস যাত্রা বের হয়ে পোস্ট অফিস মোড় ,মকদোমপুর গৌর রোড রাজ হোটেল মোড় হয়ে মন্দির প্রাঙ্গণে শেষ হয়। মন্দিরের সেবাইত প্রভুজিৎ মিশ্রা জানান হনুমান জয়ন্তীর শুভ সূচনা এই কলস যাত্রার মাধ্যমে আজ শুরু হলো । ১০ তারিখ বাবার অভিষেক ।

১১ তারিখ হনুমান চালিশা ও আরতি হবে। ৫ তারিখ অখন্ড রামায়ন পাঠ। ১২ তারিখ মন্দির প্রাঙ্গণ থেকে বাবার প্রসাদ বিতরণ। গত বছর প্রায় ৮০০০ ভক্ত প্রসাদ গ্রহণ করেছিলেন । এবারে আশা করা যাচ্ছে প্রায় ৯ থেকে ১০ হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করবেন।

মন্দির কমিটির এক সদস্য অরিজিৎ ব্যানার্জি জানান প্রতিবারই হনুমান জয়ন্তী উৎসব খুব ধুমধাম ভাবে পালন করা হয়, এইবারও তা হচ্ছে। হনুমান জয়ন্তী উৎসবে জেলা তথা প্রতিবেশী জেলাগুলি থেকে এমনকি বিহার, ঝাড়খন্ড থেকেও ভক্তরা আমাদের মন্দিরে আসেন। হনুমানজিকে দর্শন করে পূজা দিয়ে থাকে।

প্রায় ২৪ বছর ধরে এই হনুমান জয়ন্তী উৎসব আমরা পালন করছি। আজকে এই কলস যাত্রার মাধ্যমে হনুমান জয়ন্তী উৎসবের শুভ সূচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =