নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: রবিবার ৪,জুন :: এ বছর ৬২৭ বছরের ঐতিহাসিক মাহেশ এর জগন্নাথ দেবের স্নানযাত্রা। কোভিডের কারনে ২০২০ ও ২১- এ মন্দিরের মধ্যেই হয়েছে স্নানযাত্রা। গত বছর থেকে সে ভাবে করোনার থাবা নেই,তাই পুর্বের মতো মন্দির সংলগ্ন স্নানপিঁড়ির ময়দানে ঐতিহাসিক স্নানপিঁড়ির বেদিতেই হয় স্নানযাত্রা।
আজ রবিবার এই স্নানযাত্রা চাক্ষুষ করতে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ভক্ত মাহেশে এসেছেন । ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথ-উৎসব বলে পরিগণিত মাহেশ। পুরীর পর মাহেশের রথ ও স্থানযাত্রা উপলক্ষে অতীতে চৈতন্যদেব রামকৃষ্ণ দেব মা সারদা বঙ্কিম চন্দ্র বিদ্যাসাগরের মনীষীদের পদধূলিতে ধন্য হয়েছিল। আবার পুরনো ছবি সেই মাহেশে।
আড়াই মন দুধ দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হয়। কথিত আছে আজ স্নানের পর তিন ভাই বোনের জ্বর আসবে। এদিন থেকে প্রায় ১৫ দিন পর রথে চেপে তিন ভাই বোন মাসীর বাড়িতে যাবে। যা জগন্নাথের রথ উৎসব নামে খ্যাত। ৬২৭ বছরের পুরনো এই রথ উৎসবকে কেন্দ্র করেই নতুন ভাবে সেজে উঠেছে মন্দির চত্ত্বর। চলছে চরম প্রস্তুতি। রথের দিন মাহেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে।