নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: “৩৪ বছরের ছেলের সঙ্গে লড়াই করতে পারে না তারা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করবে।আরএসএস ও বিজেপির লড়াই সুকান্ত থাকবে সভাপতি না অন্য কেউ। সভাপতি হবে দিলীপ না শুভেন্দু, গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার বিজেপি আবার বাংলা দখল করবে।
শনিবার দুপুরে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালি মিশন মাঠ একটি ফুটবল খেলার উদ্বোধন অনুষ্ঠানে এসে এই কথাই বললেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি আরও বলেন, “একদিকে মমতা ব্যানার্জীর গোটা রাজ্য জুড়ে উন্নয়ন আর অন্যদিকে বিজেপির অপপ্রচার ও গাল ভরা প্রতিশ্রুতি। এ রাজ্যের মানুষ বিজেপির স্বরুপ বুঝে গেছেন।
এ রাজ্যের মানুষ অত বোকা নয়। তারা জানেন এলাকায় সামগ্রিক উন্নয়ন একমাত্র মমতা ব্যানার্জীর দ্বারাই সম্ভব। তাইতো আগামী পঞ্চায়েত নির্বাচনে এ রাজ্যের মানুষ বিজেপিকে ঝেটিয়ে বিদায় করে বাংলাদেশ পাঠিয়ে দেবেন।”
পাশাপাশি বনমন্ত্রী আরও বলেন, “রাজনৈতিকভাবে লড়তে না পেরে কুৎসা অপপ্রচার করছে বিজেপি। ২০১৮ সালে রাজ্যে তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে যে ফলাফল হয়েছিল তার থেকে দ্বিগুণ ভালো ফলা হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন।”।