নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁশবেড়িয়া :: রবিবার ১৭,নভেম্বর :: রবিবার থেকে শুরু হচ্ছে বাঁশবেড়িয়ার ঐতিহাসিক কার্তিক পুজো তার আগে চন্দননগর পুলিশ কমিশনারের পুলিশ কমিশনার অমিত পি জাভালভি চুঁচুড়ার তিন নম্বর ওয়ার্ড চুনু মিয়ার ঘাট থেকে শুরু করে ত্রিকন পার্ক হয়ে বিভিন্ন রাস্তা পরিদর্শন করলেন যাতে বাঁশবেড়িয়ার ঐতিহাসিক কার্তিক পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে ।
সেই জন্যই চন্দননগর পুলিশ কমিশনারের এলাকা এবং রুরাল এর কিছুটা অংশ পরিদর্শন করলেন চন্দননগরের পুলিশ কমিশনার। চন্দননগরের পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন চুচুরো পৌরসভার ২ নম্বর তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা এবং উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী সহ উৎসব পদস্থ আধিকারিকবৃন্দরা।