ঐতিহাসিক কেন্দ্র রাজনগরের তাজিয়া শিল্পীরা মহরমের তাজিয়া তৈরিতে ব্যস্ত : মহরম মেলায় শিল্পীদের শিল্পকর্ম প্রত্যক্ষ করবেন কয়েক হাজার মানুষ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাজনগর :: শনিবার ৫,জুলাই :: একদা বীরভূমের প্রাচীন রাজধানী ও ঐতিহাসিক কেন্দ্র হলো রাজনগর ৷ রাজনগরের ঐতিহাসিক মহরম মিলন মেলার সুনাম রয়েছে যথেষ্ট৷ মহরম উপলক্ষে রাজনগরের বিভিন্ন গ্রামের তাজিয়া শিল্পীদের মধ্যে ব্যস্ততা এখন তুঙ্গে ৷ মহরম মেলায় শিল্পীদের আকর্ষণীয় শিল্পকর্ম প্রদর্শিত হবে ৷

তাজিয়ার সেইসব শিল্পকর্ম এবারও প্রত্যক্ষ করবেন মেলায় কয়েক হাজার মানুষ৷ বিভিন্ন গ্রামের মানুষ ও মহরম কমিটি তাঁদের তাজিয়া শিল্পীদের তারিফ করার পাশাপাশি পুরস্কৃতও করেন অনেকে৷ তেমনটাই জানান তাজিয়া শিল্পী সেখ মুন্না৷ তাঁর বাড়ি খোদাইবাগ৷ তিনি এবার দুটি পাড়ার তাজিয়া তৈরি করছেন৷ দামপাড়া ও আড়ালীর৷ সহযোগী শিল্পী তাঁর পুত্ররা ৷

মুন্না প্রায় ৩৫ বছর ধরে এই শিল্পে যুক্ত৷ রমজুপাড়ার সেখ লালু তৈরি করছেন খোদাইবাগের তাজিয়া৷ একাজে তাঁকে সহায়তা করছেন বাড়ির সদস্যরা৷ মশালচি পাড়ার সেখ হামিদ এবার সাকিরপাড়ার তাজিয়া তৈরিতে ব্যস্ত৷ এমনই চিত্র দেখা গেল তাঁর বাড়িতে৷ শিল্পীদের প্রত্যেকেই এখন খুব ব্যস্ত৷

রাজ পরিবারের তাজিয়া তৈরি করছেন কাদাকুলির সেখ মালেক৷ এই তাজিয়া ও মহরম পরিচালনায় রয়েছে রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটি৷ মঞ্জিলের দিন ঐতিহাসিক ইমামবাড়া প্রাঙ্গণে সামগ্রিক মেলাটিও পরিচালিত হবে এই রাহে ইসলামের মাধ্যমে৷ রাজনগরের ঐতিহ্যবাহী মহরম মিলন মেলা ও আকর্ষণীয় তাজিয়া, খেলাধূলা দেখার জন্য এবারও মুখিয়ে রয়েছেন অগণিত মানুষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =