নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: :: সোমবার ৮,জুলাই :: ঐতিহাসিক তমলুক শহরের পবিত্র পীঠস্থান মহাপ্রভু মন্দির। শ্রী শ্রী চৈতন্যদেব পুরী যাওয়ার পথে তমলুক শহরে তিনবার রাত্রি যাপন করেছিলেন। বেশ কয়েক বছর ধরে মহাপ্রভু মন্দিরে রথযাত্রা উপলক্ষে শুভেন্দু অধিকারী আসছেন। রবিবার রথযাত্রা উপলক্ষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তমলুক শহরের মহাপ্রভু মন্দিরে আসেন।
জগন্নাথ সুভদ্রা বলরাম তিনটি সুসজ্জিত রথ এর সামনে শুভেন্দু অধিকারী আরতি করেন, নারকেল ফাটান, এবং ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে তিনটি রথের দড়ি টেনে রথযাত্রার সূচনা করেন। শুভেন্দু অধিকারী বলেন এই মন্দিরের সঙ্গে ভক্ত হিসেবে আট দশ বছর আমাকে জড়িয়ে দিয়েছে এবং আমিও যুক্ত হয়েছি ।
চৈতন্যদেব পুরী যাওয়ার সময় এখানে তিন তিনবার রাতে যাপন করেছেন ফলে এটি ঐতিহ্যবাহী মন্দির, সনাতন ধর্মের সমস্ত নিয়ম-নীতি মেনে চৈতন্যদেবের ভাবাদর্শ মেনে কর্মসূচি হয়। আমি পাঁচ ছয় বছর ধরে সূচনাতে থাকছি এটা আমার পরমপ্রাপ্তি।