নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: বৃহস্পতিবার ৩,অক্টোবর :: জলপাইগুড়ি জেলার অন্তর্গত রাজগঞ্জ ব্লকের বেলাকোপা বাজার থেকে কিছু দূরে অন্তত দুই কিলোমিটার দূরত্বে রয়েছে শিকারপুর চা বাগান। আর সেই চা বাগানের মধ্যে রয়েছে দেবী চৌধুরানীর মন্দির।
বৌদ্ধ প্যাগোডার অনুকরণে তৈরি হয়েছে এই মন্দির। স্থানীয়রা জানিয়েছেন ভবানী পাঠক দেবী চৌধুরানী কে নিজের মেয়ে হিসেবে মেনে ছিলেন। জলপাইগুড়ির বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম এই দেবী চৌধুরানী মন্দির। প্রসঙ্গত ভবানী পাঠক মহাকালীর ভক্ত ছিলেন।
শোনা যায় উক্ত মন্দিরের দুই পাশে দুটি কাঠের কালী মূর্তি ছিল প্রথমে। মা কালীর পুজো করবার পর ভবানী পাঠক ও তার দলবল অভিযানে বের হতেন এমনটাই শোনা যায়। ঐতিহাসিক এই কালী মন্দিরে মা কালীর মূর্তি ছাড়াও রয়েছে তিস্তা বুড়ি, ভবানী পাঠক, দেবী চৌধুরানী, গঙ্গা দেবী, সিদ্ধপুরুষ মোহনলাল এর মূর্তি।