ঐতিহাসিক রাখী বন্ধন পালন করলো বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: আধুনিক বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী সমাজ গড়ার ডাক দিয়ে ঐতিহাসিক রাখী বন্ধন পালন করলো বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি। শনিবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের মাচানতলায় ‘সম্প্রীতির, ঐক্যের, মৈত্রীর রাখী বন্ধনে’ যোগ দেওয়ার আবেদন জানিয়ে পথসভা ও পথ চলতি মানুষকে রাখী পরানোর কর্মসূচী নেন ঐ সংগঠনের সদস্যরা।

প্রসঙ্গত, ১৯০৫ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গের সিদ্ধান্তের প্রতিবাদে, জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতিতে রাখী বন্ধন অনুষ্ঠানের সূচণা করেন। ঐতিহাসিক ঐ ১৬ অক্টোবর দিনটির স্মরণে বর্তমান পরিস্থিতিতে রাখী বন্ধন পালনের সিদ্ধান্ত নেন বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =