নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: রবিবার ২৬,নভেম্বর :: ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালী মন্দিরের প্রবেশের প্রধান গেটের উদ্বোধন করলেন বালুরঘাটের সাংসদ ড: সুকান্ত মজুমদার। ওই গেটটি সাংসদ তহবিলের প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে ওই গেটটি নির্মাণ করা হয়েছে। জানা গিয়েছে, এর আগে বোল্লা মন্দিরে যাওয়ার পথে স্থায়ী গেট ছিল না। সাংসদের উদ্যোগে এই কংক্রিটের এই গেটটি নির্মাণ করা হয়েছে।
এদিন উদ্বোধন অনুষ্ঠানে সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন তপনের বিধায়ক বুধরাই টুডু, মন্দির কমিটির সভাপতি অর্ঘ্য সরকার, সহ সভাপতি সুব্রত মন্ডল সহ অন্যান্যরা। সাংসদের উদ্যোগে খুশি মন্দিরের পুজা কমিটির সদস্য এবং ভক্তরা। এদিকে বোল্লাতে স্থায়ী রেল স্টেশনের দাবি করেছে মন্দির কমিটির সদস্যরা।
এবিষয়ে সুকান্ত মজুমদার বলেন, সাংসদ তহবিলের প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে মন্দিরের প্রবেশ গেট নির্মিত হয়েছে। সেই গেটের আজ উদ্বোধন করা হয়েছে। আগামীতে এই মন্দিরের উন্নতির জন্য সবরকম ভাবে পাশে থাকবার আশ্বাস দিয়েছেন ।