ঐতিহ্যের ধান্যকুড়িয়ায় উৎসবের সূচনা, চতুর্থ বর্ষে মাতল ‘হেরিটেজ’ গ্রাম

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ২৭, ডিসেম্বর :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার অন্যতম গর্ব হেরিটেজ গ্রাম ধান্যকুড়িয়ায় মহাসমারোহে শুরু হলো ‘ধান্যকুড়িয়া উৎসব’।

রাজকীয় অট্টালিকা আর প্রাচীন ইতিহাসের জন্য পরিচিত এই জনপদে এ বছর উৎসবটি চতুর্থ বর্ষে পদার্পণ করল। ধান্যকুড়িয়া মানেই এক জীবন্ত রূপকথা। যে গ্রামের স্থাপত্যশৈলী বারবার জায়গা করে নিয়েছে সাহিত্যের পাতায় কিংবা সিনেমার পর্দায়।ধান্যকুড়িয়ার সেই আভিজাত্য ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে আরও বেশি করে ছড়িয়ে দিতে এবং স্থানীয় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়।

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা সমাজসেবী এটিএম আব্দুল্লাহর প্রচেষ্টায় এই উৎসব বর্তমান সময়ে এক বিশেষ মাত্রা পেয়েছে।

শীতের আমেজে এই উৎসবকে ঘিরে মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরাও। মেলায় ভোজন রসিকদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ। রকমারি পিঠেপুলি থেকে শুরু করে গ্রামবাংলার হারিয়ে যাওয়া নানা খাবারের সম্ভার সাজানো হয়েছে স্টলগুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 8 =