নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তেহট্ট :: সোমবার ৪,সেপ্টেম্বর :: তিন দিন ধরে হাসপাতালের সামনে পড়ে রয়েছে এক ব্যক্তি। ঘুরেও তাকালো না হাসপাতালের কোন চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। আবারও স্বাস্থ্য দপ্তরের মানবিকতা নিয়ে উঠল প্রশ্ন। নদীয়ার তেহট্ট মহকুমা হাসপাতালের ঘটনা।
জানা যায় প্রায় তিন দিন ধরে তেহট্ট মহকুমা হাসপাতালে সামনে একটি জল প্রকল্প রয়েছে। সেখানেই তিনদিন ধরে এক ব্যক্তি পড়ে রয়েছে। অন্যদিকে হাসপাতলে থাকা রোগীর আত্মীয়রা ওই জল প্রকল্প থেকেই পানীয় জল সংগ্রহ করে। জল প্রকল্পের সামনে ই ওই ব্যক্তি পড়ে থাকায় ভয়ে কেউ জল আনতে যেতে পারছে না।
সেই কারণে বেজায় সমস্যায় পড়েছে রোগীর আত্মীয়রা। অন্যদিকে এতদিন ধরে পড়ে থাকলেও হাসপাতালে কোন কর্মী এসে বা চিকিৎসকরা চিকিৎসার জন্য তুলে নিয়ে যায়নি। যদিও ওই ব্যক্তির নাম পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর