নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বাঁকুড়া :: ২৯ শে মার্চ :: ওজনে কারচুপি রুখতে এবার পথে নামলেন বাটখারা পরিমাপক দপ্তরের আধিকারিকরা। বুধবার সকালে বাঁকুড়া জেলা এনফোর্সম্যান্ট ব্রাঞ্চের সদস্যদের সঙ্গে নিয়ে তাঁরা শহরের মাচানতলা এলাকার ফল সহ অন্যান্য দোকান গুলিতে অভিযান চালান। এদিনের অভিযানে ঐ এলাকায় দু’টি ইলেকট্রনিক্স বাটখারা বাজেয়াপ্ত করার পাশাপাশি নির্দিষ্টহারে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
বাটখারা পরিমাপক দপ্তরের এই উদ্যোগে খুশী সংশ্লিষ্ট ক্রেতারাও। আবির ব্যানার্জী নামে এক ক্রেতা বলেন, সঠিক পরিমাপে জিনিস পাওয়া প্রত্যেক ক্রেতার অধিকার। আর তা নিশ্চিত করতে এই অভিযান যথেষ্ট ভালো পদক্ষেপ বলে তিনি মনে করছেন বলে জানান।
ইলেকট্রনিক্স পরিমাপক যন্ত্র ‘রিনিউ’ না থাকায় এদিন জরিমানার মুখে পড়েছেন ব্যবসায়ী মঙ্গল দাস। তিনি বলেন, তার ব্যক্তিগত ‘ভুলে’র কারণেই বাটখারা রিনিউ করানো হয়নি। তবে ভবিষ্যতে এই ভুল আর হবেনা বলেই তিনি জানান।
বাটখারা পরিমাপক দপ্তর, বাঁকুড়া-১ আধিকারিক চন্দন কুমার সাহু বলেন, শহরের মাচানতলা এলাকায় এদিনের অভিযানে দু’জন ব্যবসায়ীর বাটখারা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ধরণের অভিযান ধারাবাহিকভাবে চলে, আগামী দিনেও চলবে বলে তিনি জানান।