ওঝার উপর ভরসা রেখে সাপের কামড়ে মৃত্যু হলো এক গৃহবধূর, মাতৃদুগ্ধ পান করে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার শিশু সন্তানও।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়াঃ :: ২৯শে এপ্রিল :: ওঝার উপর ভরসা রেখে সাপের কামড়ে মৃত্যু হলো এক গৃহবধূর, মাতৃদুগ্ধ পান করে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার শিশু সন্তানও। বাঁকুড়ার পাত্রসায়র থানা এলাকার বালসি-২ গ্রাম পঞ্চায়েতের শালোইপাড়ার ঘটনা।

স্থানীয় ও মৃতার পরিবার সূত্রে খবর, রাতে ঘুমন্ত অবস্থায় শালোইপাড়ার বছর উনত্রিশের শিখা বাগদীকে কোন কিছুতে কামড়ায়। ক্ষতস্থানে জ্বালা অনুভূত হওয়ায় পরিবারের লোকেরা তাকে স্থানীয় বদ্রীনাথ বাগদী নামে এক ওঝার কাছে নিয়ে যায়। সাপ নয়, কাঁকড়া বিছেতে কামড়েছে ওঝার এই কথায় বিশ্বাস রেখে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই গৃহবধূ শিখা বাগদী গুরুতর অসূস্থ হয়ে পড়েন।

পরে দ্রুততার সঙ্গে পাত্রসায়র ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অন্যদিকে ঐ অবস্থায় মৃতের সন্তান মাতৃদুগ্ধ পান করায় সেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। পরে পরিবার লোকজন জানতে পারেন কাঁকড়া বিছে নয়, বিষধর গোখরো সাপেই ঐ গৃহবধূকে কামড়েছিল।

এই অবস্থায় একজন ওঝার ঝাঁড়ফুঁকে ভরসা করেই নিরীহ এক গৃহবধূকে অকালে চলে যেতে হলো। বিষয়টি ভাবাচ্ছে সকলকেই। যদিও সংশ্লিষ্ট ওঝা বদ্রীনাথ বাগদী ‘ঝাড়ফুঁকে’র কথা অস্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + thirteen =