নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ওড়িশাগামী ইস্পাত এক্সপ্রেসের কাপলিং খুলে দুর্ঘটনায় চার কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গেছে। রবিবার সকাল ৮টা ৪৩ মিনিট নাগাদ হাওড়া ছাড়ার পর ট্রেনটি হাওড়ার বাকসাড়া গেট পেরানোর সময় আচমকাই ৩ ও ৪ নম্বর বগির মাঝের কাপলিং খুলে যায়। ফলে ওই ট্রেনটির ইঞ্জিন ট্রেনের মাত্র দুটি কামরা নিয়ে বেরিয়ে যায়। বাকি কামরা লাইনের ওপরেই দাঁড়িয়ে পড়ে।
ঘটনার সময় ট্রেনের গতি কম থাকায় কোনও বড়ো বিপদ ঘটেনি। রবিবার সকালে ঘটনার পরই দক্ষিণ পূর্ব রেল ওই ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে উঠে আসে সাঁতরাগাছি কারশেড ইউনিট কোচ দুটি জোড়ার কাজ করেছিল। এরপর ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয় তাদের বিরুদ্ধে। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, এদের সাসপেনশন চলবে। তদন্তে গাফিলতি পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।