পুরির জগন্নাথ মন্দিরের আদলে এবার পচিমবঙ্গের সুমুদ্র সৈকত দীঘায় হতে চলেছে জগন্নাথ মন্দিরের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: বুধবার ৩০,এপ্রিল :: ওড়িষ্যার পুরির জগন্নাথ মন্দিরের আদলে এবার পচিমবঙ্গের সুমুদ্র সৈকত দীঘায় হতে চলেছে জগন্নাথ মন্দিরের উদ্বোধন সেই নিয়ে ময়নাগুড়ি ব্লকে বিভিন্ন এলাকায় চলছে পূজ ও নাম কীর্তন।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় ওড়িষ্যার পুরির জগন্নাথ মন্দিরের আদলে এবার পচিমবঙ্গের সুমুদ্র সৈকত দীঘায় হতে চলেছে জগন্নাথ মন্দিরের উদ্বোধন । তা নিয়ে গোটা বাংলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়।

এদিন গোটা বাংলার মতো ময়নাগুড়ি ব্লকের পদমতি ২ নং ও মাধব ডাঙ্গা ২ নং অঞ্চলে তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে মহা যজ্ঞ এ মেতে উঠেন কর্মী সর্মথকেরা। তাই কীর্তন সহযোগে মহাযজ্ঞে সামিল হয় প্রায় শতাধিক ভক্ত।

এছাড়াও দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান লাইভ দেখানো হয় জলপাইগুড়ির জেলার প্রতিটি ব্লক এ বলে একথা জানান, ময়নাগুড়ি ব্লক ২ তৃণমূল কংগ্রেস সভাপতি শিব শঙ্কর দত্ত

উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ব্লকে শিক্ষা কর্মাধ্যক্ষ শিবু বডুয়া , ময়নাগুড়ি ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায়, মাধবডাঙ্গা ২ নং অঞ্চলে সভাপতি তপন রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =