নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১১,জুন :: কুয়োর মধ্যে ভাসছে তেল। যার ফলে কুয়োর জল পান করা এখন আর সম্ভব নয় এলাকার মানুষের ।
এরকমই ছবি দেখা গেল মাল ব্লকের ওদলাবাড়ি বিধান পল্লী এলাকায়। ওদলাবাড়ি বিধান পল্লী এলাকায় রয়েছে ইন্ডিয়ান অয়েলের সাব স্টেশন। যারফলে এই স্টেশনের মাটির নিচে রয়েছে তাদের তেলের বিভিন্ন পাইপ।
বিধানপল্লী এলাকার বাসিন্দাদের অভিযোগ সম্ভবত মাটির নিচে ইন্ডিয়ান অয়েলের পাইপ লিকেজ আছে। সেই কারনে সেই লিকেজ দিতে তেল আশেপাশের বিভিন্ন বাড়ির কুয়োতে মিশছে। যারফলে এলাকার বহু বাড়ির কুয়োর জল নষ্ট হয়ে গেছে।
স্থানীয়দের বক্তব্য এক বছর আগেও হয়েছিলো কিন্তু তখন এতটা খারাপ হয়নি কুয়োর জল কিন্তু এখন এই কুয়োর জল ব্যাবহারের অযোগ্য। তেলে ভরে গেছে কুয়ো।