ওদের দলের মধ্যে ক্রস ভোটিং হতে পারে তাই আগাম হোটেলে এনে রেখেছে বিধায়কদের – চন্দ্রিমা ভট্টাচার্য্য।

সুদেষ্ণা মন্ডল  ::  ক্যানিং :: সংবাদ প্রবাহ :: দলের বিধায়কদের উপর ভরসা নেই বিজেপি নেতৃত্বের । তাই রাষ্ট্রপতি ভোটের আগে সমস্ত বিধায়কদের বাইপাসের কাছে একটি হোটেলে এনে রেখেছে তারা। আমাদের দলের বিধায়কদের উপর যথেষ্ট বিশ্বাস ও ভরসা আছে। আর তাই আমরা নির্দিষ্ট সময়ে বিধানসভা তে উপস্থিত হব  ভোট দিতে। ওদের বিধায়করা ক্রস ভোটিং করতে পারেন আর সেই ভয়েই সমস্ত বিধায়কদেরকে এক জায়গায় করে এনে রেখেছেন।। বিজেপির বিধায়কদের বাইপাসের কাছে হোটেলে একত্র করা নিয়ে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন কথা জানালেন তৃণমূলের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে একটি জনসভায় আসেন তিনি।

একুশে জুলাইয়ের এই সভায় প্রথমে একটি মিছিলে যোগদান করেন। ক্যানিং থানা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আসার পর ক্যানিং বাসস্ট্যান্ডের উপরেই একটি জনসভার আয়োজন করা হয় । এই মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো।

সেখানে বক্তব্য রাখতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন আমাদের দলে কাউকে টাকা দিয়ে লোক জোগাড় করতে হয় না। কাউকে খাবারের লোভ দেখাতে হয় না। বিজেপিতে ৫০০ টাকা দিয়ে লোক নিয়ে আসতে হয় সভাতে। তাদেরকে হোটেলে রেখে খাওয়াতে হয়। তারপর তারা ভোট দেন। তারপরও ক্রসফটিং এর ভয় থাকে। যশবন্ত সিনহা আমাদের দলেই ছিলেন। ফলে আমাদের তরফ থেকে কোন ক্রস ভোট হবে না। আমরা সকাল দশটাতেই দলের নির্দেশ মেনেই ভোট দিতে যাব। বিধায়কদের কে ধরে নিয়ে যাব না। কারণ সকলেই দলীয় প্রার্থীদের ভোট দেবেন।একুশে জুলাই উপলক্ষে ছিল এই সভা। উপস্থিত ছিলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস ও অন্যান্য নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + five =