নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার :: ১০,জানুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে ওভারলোডেড বৈদ্যুতিক খুঁটি নিয়ে যাওয়ার সময় ট্রাক্টর উল্টে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১, জখম ৮ শ্রমিক। মালডাঙা মেমারী রোডে জয়রামপুর পুলের কাছে আট-টি বৈদ্যুতিক খুঁটি বোঝাই করা ট্রাক্টরটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়।
মৃত্যু হয় চালক বাপন প্রামাণিকের। জখম হন ৮ শ্রমিক। আট জন শ্রমিকদের মধ্যে এক জন শ্রমিককে গুরুতর জখম অবস্থায় বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। স্থানীয়রা ওভারলোডেড গাড়ির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। অভিযোগ এই ওভারলোড হওয়ার কারণে দুর্ঘটনা বাড়ছে। ট্রাক্টর চালক নেশা করেছিল বলে জানায় আহত শ্রমিকদের কয়েকজন।