নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ১,জানুয়ারি :: ওভার লোডিং করে বালি পাচারের সময় আটক ট্রাক্টর, গ্রেপ্তার চলক। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর এলাকা থেকে ওভারলোডিং করে বালির পাচার করার সময় একটি ট্রাক্টরকে আটক করে এবং চালককে গ্রেফতার করে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার পুলিশ।
জানা যায় অবৈধভাবে বালি পাচার করার সময় জামালপুর থানার পুলিশ আজাপুর এলাকায় ওই ট্রাক্টর টিকে দাঁড় করায় তারপর বৈধ কাগজপত্র দেখাতে বলে। ট্রাক্টরে থাকা চালক বৈধ কোন কাগজপত্র না দেখাতে পারায় ট্রাকটার টিকে আটক করে জামালপুর থানার পুলিশ এবং চালককে গ্রেফতার করে ।
গ্রেফতার হওয়া ওই চালকের নাম রঞ্জিত মালিক পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত ইলসরা এলাকার বাসিন্দা তিনি।